নারীর প্রতি সহিংসতা: প্রচার মাধ্যম ও বর্তমান প্রেক্ষাপট

17-12-2020 East West University

নারীর প্রতি সহিংসতা একটি ঐতিহাসিক প্রক্রিয়া। সহিংসতার এই বেড়াজাল থেকে আজও নারীর মুক্তি ঘটেনি। বরং ইতিহাসে সহিংসতার পৌনঃপুনিকতার মূলে বরাবরই নারীদের ব্যবহার হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে। এখন সেই গতানুগতিক নিয়ম ভঙ্গ করে প্রচার মাধ্যমের এক বিশাল জায়গা জুড়ে স্থান করে নিয়েছে এই সহিংসতা। 

এই আলোচনাকে মুখ্য রেখে, আগামী ১৭ ডিসেম্বর, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সোশিওলজি ডিপার্টমেন্টের প্রয়াসে আয়োজিত হচ্ছে " নারীর প্রতি সহিংসতাঃ প্রচার মাধ্যম ও বর্তমান প্রেক্ষাপট" নিয়ে আলোচনা অনুষ্ঠান। আমাদের এই আয়োজনের মূল আলোচক হিসেবে থাকবেন ড. রংগন চক্রবর্তী। 

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সম্মানীত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের এই আয়োজনে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে । 


আলোচক:

ড. রংগন চক্রবর্তী

জেন্ডার, উন্নয়ন ও মিডিয়া কর্মী

ভারত


তারিখ: ১৭ ডিসেম্বর, ২০২০

সময়: সন্ধ্যা ৬:০০ টা

মাধ্যম: Zoom

জুম লিংক: https://bdren.zoom.us/j/68833660257?pwd=b003V29tS25NMkZZbTJLdms3ekxrdz09


আয়োজনে: সমাজবিজ্ঞান বিভাগ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়