বঙ্গবন্ধু এবং আমাদের মুক্তির সংগ্রাম
13-03-2021 সমাজবিজ্ঞান বিভাগ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসুধী,
আগামী ১৭ মার্চ ২০২১ (০৩ চৈত্র ১৪২৭) বুধবার বিকাল ৪.০০ টায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত, "বঙ্গবন্ধু এবং আমাদের মুক্তির সংগ্রাম" শিরোনামে একটি ওয়েব সেমিনার অনুষ্ঠিত হবে।
উক্ত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক। তিনি সম্প্রতি ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী সম্মাননায় ভূষিত হয়েছেন।
অনুষ্ঠিতব্য উক্ত সেমিনারে সভাপতিত্ব করবেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও মুখ্য উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য ড. মুহাম্মাদ জিয়াউল হক মামুন।
এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে।
আমন্ত্রণে
সমাজবিজ্ঞান বিভাগ
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি